ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত ও মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত ও মিছিল

বরিশাল: স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবি ও তাদের কর্মকাণ্ড প্রতিহত করতে বরিশালে গণজমায়েত ও মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই দাবিতে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করেছে জেলা ও মহানগর ছাত্রদল।

 

রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টায় নগরের সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।  

বিক্ষোভে শিক্ষার্থীরা জানায়, নূর হোসেন দিবসকে কেন্দ্র করে গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ অপতৎপরতার চেষ্টা করছে। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। দেশে সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত জাতির পাহারাদার হিসেবে কাজ করবে ছাত্রসমাজ। এ সময় শিক্ষার্থীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিচার ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারেরও দাবি জানান।  

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থী গাজী রেদওয়ান, ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থী হুজাইফা রহমান, নাইম ইসলাম, আবদুল জলিলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।  

একই দাবিতে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করেছেন বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। তারাও আওয়ামী লীগকে প্রহত করার ঘোষণা দিয়েছেন।

ছাত্রদলের বিক্ষোভে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু ও সহ-সভাপতি তৌফিক আল ইমরান, মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ প্রমুখ।  

এসময় তারা বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলে তার দোসররা এখনো বাংলাদেশে রয়েছে। এজন্য তারা তারেক রহমানের নির্দেশে মাঠে আছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে।  

এদিকে নগরীর সার্বিক নিরাপত্তায় সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব যৌথ টহল দিচ্ছে। নগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় যৌথ বাহিনীর টহল দেখা গেছে।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।