ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৯ মাস পর গ্যাস পেল আশুগঞ্জ সার কারখানা  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
৯ মাস পর গ্যাস পেল আশুগঞ্জ সার কারখানা  

ব্রাহ্মণবাড়িয়া: দীর্ঘ নয় মাস পর গ্যাস সরবরাহ পেয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। গত ফেব্রুয়ারি থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় নয় মাস ধরে বন্ধ ছিল কারখানার উৎপাদন।

এতে প্রতিদিন অন্তত সাড়ে চার কোটি টাকার উৎপাদন ব্যাহত হয়েছে।  

শুক্রবার (১৫ নভেম্বর) থেকে গ্যাস সরবরাহ পাওয়ার পরপরই কারখানা চালুর উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। ইতোমধ্যে দুপুর থেকেই কারখানার বয়লার প্ল্যান্ট চালু হয়েছে। দীর্ঘদিন পর গ্যাস সরবরাহ পাওয়ায় আনন্দিত কারখানার শ্রমিক-কর্মচারীরা। পর্যায়ক্রমে কারখানার অন্যান্য প্ল্যান্টগুলো সচল হলে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই কারখানার উৎপাদন শুরু হতে পারে জানিয়েছেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ।  

কারখানা সূত্র জানায়, কারখানায় সার উৎপাদন এবং বিভিন্ন প্ল্যান্ট পূর্ণ শক্তিতে চালু রাখতে ৪০ থেকে ৪২ বার চাপে (৫৮৮ থেকে ৬১৭ পিএসআই) দৈনিক ৪৮ থেকে ৫২ এমএমসিএফ গ্যাসের প্রয়োজন। কিন্তু গত ২১ ফেব্রুয়ারি থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ। উৎপাদন বন্ধ থাকায় কারখানার কমান্ড এরিয়াভুক্ত কিশোরগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও কুমিল্লা জেলায় বিদেশ থেকে আমদানি করে চাহিদা মেটানো হয়েছিল। এতে সরকারের বিপুল অংকের টাকা লোকসান হয়েছে এবং কারখানা বন্ধ থাকায়  অনেক যন্ত্রাংশই নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।