নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাহানারা বেগম (৫০) নামে এক নারী গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জের জালকুড়ির ৯ নং ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জাহানারা বেগম পশ্চিমপাড়া এলাকার আব্দুর রশিদের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, রাতে ওয়াশরুমে গিয়ে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন জাহানারা। রাত আড়াইটার দিকে প্রতিবেশীরা ওয়াশরুমে আগুন দেখতে পেয়ে সেখানে গিয়ে জাহানারাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন খালাসী জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৫
জেএইচ