রংপুর: ঘনকুয়াশার কারণে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলায় চতুর্মুখী মোড়ে বাস, ট্রাক, পিকআপভ্যান ও কাভার্ডভ্যানের একে অপরের সংঘর্ষে ২৫-৩০ আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়দরগাহ হাইওয়ে পুলিশ জানায়, সংবাদ পেয়েই তারা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে। দুর্ঘটনার শিকার গাড়িগুলি ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মিঠাপুকুরের রংপুর-ঢাকা মহাসড়কে গড়ের মাথা মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মোড়টি মূলত চতুর্মুখী।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এসব পরিবহন রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর গড়ের মাথা মোড়ে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় চতুর্মুখী এ মোড়ে দুটি বাস, একটি ট্রাক ও পিকআপভ্যান এবং কাভার্ডভ্যান একে অপরকে ধাক্কা দেয়। এতে কয়েকটি পরিবহনের সামনের গ্লাস ভেঙে গেছে এবং কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দুর্ঘটনায় ২৫-৩০ আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, বড়দরগা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত পরিবহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে। খুব বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। আহত কয়েকজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৫
আরএ