মাদারীপুর: মাদারীপুরের শিবচরের এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় ট্রাকচালক ও তার সহযোগী নিহত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর সংলগ্ন মুন্সীরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে ভোর সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এ সময় অজ্ঞাত পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় পিকআপটি ছিটকে সড়ক থেকে পড়ে গেলে চালকসহ দুইজনের মৃত্যু হয়। এ সময় বাসের পেছনে ধাক্কা লেগে আরেকটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়।
প্রাইভেটকারচালক মো. আরাফাত হোসনের বরাত দিয়ে স্থানীয়রা জানান, ভোরে কুয়াশার কারণে ঢাকাগামী লেনে বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। পিকআপচালকসহ দুইজনের মৃত্যু হয়। পিকআপ, বাস এবং একটি প্রাইভেটকার ঢাকা যাচ্ছিল। প্রচুর কুয়াশা থাকায় সামনে কিছু দেখা যাচ্ছিল না। এ সময় বাসের ধাক্কায় সামনে থাকা পিকআপটি সড়কের পাশে পড়ে যায় এবং পেছনে থাকা প্রাইভেটকারটি বাসের পেছনে গিয়ে ধাক্কা লাগে। প্রাইভেটকার তেমন ক্ষতিগ্রস্ত না হলেও পরিবহনের ধাক্কায় পিকআপের চালকসহ দুইজনের মৃত্যু হয়।
শিবচর হাইওয়ে থানার উপ সহকারী পরিদর্শক (এটিএসআই) মো. মিজানুর রহমান জানান, দূরপাল্লার ঘাতক পরিবহনটি শনাক্ত করা না গেলে এ ব্যাপারে আইনি ব্যবস্থা অব্যাহত রয়েছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মরদেহ এবং দুর্ঘটনাকবলিত পিকআপ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ০৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৫/আপডেট: ২০৫৩ ঘণ্টা
এসআই/এএটি