ঢাকা, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

জাতীয়

লামায় অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে, ফোনে মুক্তিপণ দাবি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
লামায় অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে, ফোনে মুক্তিপণ দাবি  বান্দরবানের পাহাড়ি এলাকা

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালীর দুর্গম মুরুংঝিরি থেকে অপহৃত হওয়া ২৬ জন রাবার শ্রমিককে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোরে এ অপহরণের ঘটনা ঘটে।

ঘটনার পর থেকেই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অপহৃতদের উদ্ধারে গহিন পাহাড়ে অভিযান পরিচালনা করছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মুরুংঝিরির বিভিন্ন দুর্গম এলাকার রাবার বাগান থেকে সশস্ত্র সন্ত্রাসীরা প্রথমে ২৭ জন রাবার শ্রমিককে ধরে নিয়ে যায়। পরে তাদের কাছ থেকে জিয়াউর রহমান নামে এক শ্রমিক পালিয়ে চলে আসে। তবে এখনও সন্ত্রাসীদের জিম্মায় রয়েছে ২৬ শ্রমিক।  

এদিকে অপহরণের পর মোবাইল ফোনে বিভিন্ন রাবার বাগানের মালিকদের কাছে অপহৃতদের মুক্তিপণ বাবদ বিভিন্ন পরিমাণ টাকা দাবি করেছে সন্ত্রাসীরা। তবে পরিমাণটা জানা যায়নি।  
অপহৃতরা রাবার বাগানের শ্রমিক এবং তারা কক্সবাজার জেলার রামু ঈদগাহ এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

হঠাৎ করে লামা উপজেলায় অপহরণ বেড়ে গেছে। সশস্ত্র সন্ত্রাসীরা শ্রমিকদের অপহরণ করে নিয়ে যাওয়ায় এলাকার জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অবস) আবদুল করিম বাংলানিউজকে জানান, অপহৃতদের মধ্যে ২০ জন শ্রমিকের নাম পরিচয় আমরা পেয়েছি তবে কে বা কারা অপহরণ করেছে তা এখনো জানা যায়নি। বিভিন্ন রাবার বাগানের মালিকদের কাছে অপহৃতদের মুক্তির জন্য মুক্তিপণ চেয়েছে বলে জানান তিনি।

বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বাংলানিউজকে জানান, প্রথমে আমরা সংবাদ পেয়েছি ২৭ জন শ্রমিককে অপহরণ করা হয়েছে, পরে একজন সেখান থেকে পালিয়ে চলে আসে। বর্তমানে ২৬ জন শ্রমিক সন্ত্রাসীদের জিম্মায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছে।

প্রসঙ্গত: এর আগে গত ২ ফেব্রুয়ারি বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের কমলা বাগান পাড়া থেকে ৭ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা। পরে যৌথবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে একদিন পর অপহৃত শ্রমিকদের উদ্ধার করতে সক্ষম হয়।

** বান্দরবান থেকে অপহৃত ৭ শ্রমিক উদ্ধার

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।