ঢাকা, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

জাতীয়

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি: টুকু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি: টুকু ইকবাল হাসান মাহমুদ টুকু

রংপুর: বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তিস্তা শুধু একটি নদী নয়, এটি এই অঞ্চলের লাখো মানুষের জীবন-জীবিকার অবিচ্ছেদ্য অংশ। এই নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।  

আজকের এই লাখো মানুষের অবস্থান কর্মসূচির মাধ্যমে প্রমাণ হলো এটি রংপুর অঞ্চলের মানুষের প্রধান দাবি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, তিস্তা নদীর যথাযথ ব্যবস্থাপনা ও উন্নয়ন হলে এই অঞ্চলের কৃষি, মৎস্য ও পরিবেশ রক্ষা সম্ভব হবে। দীর্ঘদিন ধরে উপেক্ষিত তিস্তা পাড়ের মানুষ আজ ন্যায্য অধিকারের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে।

তিনি আরও বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ, তারপরও এত বড় একটা অনুষ্ঠান থেকে বঞ্চিত হবো সেটা মেনে নিতে পারি নাই। আজকে আমরা যে মুক্ত বাতাসে নিশ্বাস নিচ্ছি, তা এই রংপুরের বীর সন্তান আবু সাঈদের জন্য সম্ভব হয়েছে। এই পুণ্য ভূমিতে আসতে পারবো না, এটা মেনে নিতে পারি নাই। তাই অসুস্থ অবস্থায়ও এসেছি।

তিনি বলেন, আপনারা জানেন দীর্ঘ ১৫-১৬ বছর স্বৈরশাসক শেখ হাসিনা বাংলাদেশকে একটি শ্মশানে রূপান্তরিত করেছে। এই সময়ে বাংলাদেশের মানুষকে শাসন করেছে, শোষণ করেছে। লুটপাট করেছে। মানুষের ওপর অত্যাচার করেছে।

এসময় আরও বক্তব্য দেন- রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, গঙ্গাচড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহেদুজ্জামান মাবু, জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা প্রমুখ।

এদিকে এ কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার ১১টি পয়েন্টে সমাবেশ, পদযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে।  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান  আগামীকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভার্চ্যুয়ালি এ কর্মসূচিতে বিভিন্ন পয়েন্টে যুক্ত হবেন বলে জানা গেছে।

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার এ আন্দোলন ইতোমধ্যে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।