ফেনী: ফেনী সদর উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্রমিকবোঝাই পিকআপ ভ্যানে কাভার্ড ভ্যানের ধাক্কায় মৃত বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছয়জন হলেন, ভোলার মনপুরা থানার হাজীরহাট এলাকার মো. ফারুকের ছেলে মো. আরিফ (২২), একই থানার হাজীরহাট ইউনিয়নের চর ফয়জুদ্দিন গ্রামের নুর আলমের ছেলে মহিউদ্দিন (৩৫), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বলই বুনিয়া ইউনিয়নের চোলম বাড়িয়া এলাকার সাবুল শেখের ছেলে নাজমুল শেখ, ভোলার মনপুরা থানার নূর হোসেনের ছেলে মনির হোসেন।
নোয়াখালীর হাতিয়া উপজেলার জোবায়ের। বাকি একজনের নাম-পরিচয় জানা যায়নি।
নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে ফেনী জেনারেল হাসপাতালে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নির্মাণ শ্রমিকদের বহন করা একটি পিকআপ ভ্যান ঢাকামুখী লেন ধরে ফেনী শহরের দিকে আসছিল। মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান সেটিকে ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
এসএইচডি/আরআইএস