ঢাকা, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

জাতীয়

বাঘাইছড়িতে দু’দলের সংঘর্ষে আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
বাঘাইছড়িতে দু’দলের সংঘর্ষে আহত ৫ আহত ব্যক্তি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কৃষক দল ও শ্রমিক দলের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার চৌমহনী এলাকায় এ ঘটনা ঘটে।

 

পুলিশের পক্ষ থেকে জানা গেছে, সোমবার দিনগত রাতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কৃষক দল- শ্রমিক দলের মধ্যে কোন্দলের সূত্রপাত থেকে সংঘর্ষের ঘটনার রূপ নেয়। পরে উভয় সংগঠনের নেতা- কর্মীরা উপজেলার চৌমহনী এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় দলের পাঁচজন আহত হয়।

এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উপজেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পার্শ্ববর্তী খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর দু'জন বাঘাইছড়ি উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মূলত দলীয় কোন্দল থেকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ আসেনি বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।