বান্দরবান: দুইদিন সন্ত্রাসীদের হাতে জিম্মি থেকে অবশেষে মুক্তিপণের বিনিময়ে মুক্ত হয়েছে লামা উপজেলার বিভিন্ন রবার বাগানের ২৬ রাবার শ্রমিক।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে লামা উপজেলার সীমান্ত পেরিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা অতিক্রম করে কক্সবাজার জেলার ঈদগাঁয় নিয়ে একটি দুর্গম পাহাড়ে তাদের ছেড়ে দেয় সন্ত্রাসীরা।
পরে স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে কক্সবাজার জেলার ঈদগড় মেডিকেল সেন্টারে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের।
মুক্তি পাওয়া শ্রমিকরা জানিয়েছেন এই দুইদিন আটকে রেখে তাদের প্রচুর মারধর করা হয়েছে।
বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার ২৬ জন শ্রমিক মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, মুক্তিপ্রাপ্ত শ্রমিকদের কক্সবাজারের ঈদগাঁ এলাকায় বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোরে বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরং ঝিরি এলাকা থেকে রবার বাগানে কর্মরত ২৬ জন শ্রমিককে অপহরণ করে সশস্ত্র সন্ত্রাসীরা। তাদের মুক্তি দিতে বিভিন্ন সময়ে বিভিন্ন মোবাইলে ফোন করে মুক্তিপণ দাবি করে সন্ত্রাসীরা। পরে বিপুল পরিমাণ মুক্তিপণ দেওয়ার পর অপহৃত শ্রমিকদের ছেড়ে দেয় সন্ত্রাসীরা।
** লামায় অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে, ফোনে মুক্তিপণ দাবি
** লামায় রাবারবাগানের ২০ শ্রমিককে অপহরণ
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
আরএ