ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

নির্বাচনে দায়িত্ব পালন করা সাবেক ২১ ডিসি বাধ্যতামূলক অবসরে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
নির্বাচনে দায়িত্ব পালন করা সাবেক ২১ ডিসি বাধ্যতামূলক অবসরে

ঢাকা: ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করেছিলেন এমন ২১ জন কর্মকর্তাকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক কয়েকটি প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানো হয়।

এর আগে ২০১৮ সালে নির্বাচনে কাজ করা ৪৫ সাবেক জেলা প্রশাসককে ওএসডি করা হয়।

এদিকে গত বছরের জুলাই-আগস্ট বিল্পবের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে  বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

এ ছাড়া জুলাই-আগস্ট বিল্পবের বিপক্ষে অবস্থান নেওয়া এবং বর্তমান সরকারে বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানোর অভিযোগে ধনঞ্জয় দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বাংলাদেশে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের মধ্যদিয়ে দিয়ে টানা ক্ষমতায় টিকে থাকে আওয়ামী লীগ। ওই দুই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন ও বিতর্ক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।