ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

ফাগুনের দিনে ২ দফা বৃষ্টিতে ভিজল সিলেট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
ফাগুনের দিনে ২ দফা বৃষ্টিতে ভিজল সিলেট

সিলেট: ফাগুনের দিনে বৃষ্টিতে ভিজল সিলেট, ভিজল সিলেটের প্রকৃতি। ধুয়ে গেল বৃক্ষরাজির গায়ে, লতা-পাতা ও টিনের চালায় জমে থাকা ধুলাবালির আস্তরণ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে প্রশান্তির এক পশলা বৃষ্টি নামে সিলেট নগরে। সেইসঙ্গে গ্রামীণ জনপদের কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে আবারো অঝোরে বৃষ্টি নামে।

বৃষ্টির আগে আকাশে ছিল মেঘের ঘনঘটা আর কালবৈশাখীর ন্যায় গর্জন। দুপুরে হালকা বৃষ্টির পর আবারে বিকেলে ভারী বৃষ্টিতে ভাসে প্রকৃতি।

কৃষকেরা জানান, এই মৌসুমে বৃষ্টি বোরো ধানের জন্য খুবই উপকারী। ফসলের জন্য আশীর্বাদস্বরূপ। নয়তো প্রখর রোদে ফুল ঝরে পড়ে।  

যেখানে সামান্যতম বৃষ্টি ফসলের জন্য খানিকটা হলেও ‍উপকারে আসে, সেখানে একই দিনে ভারী বৃষ্টি যেন ফসলের জন্য নিয়ামক। তাছাড়া ফাগুনের বৃষ্টিতে আমের মুকুলসহ গাছ-গাছালিতে আসা মুকুল পরিপক্বতা পাবে মনে করছেন কৃষকেরা।  

রোববার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।  

এ অবস্থায় রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট ছাড়াও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।  

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
এনইউ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।