ঢাকা, বৃহস্পতিবার, ৪ বৈশাখ ১৪৩২, ১৭ এপ্রিল ২০২৫, ১৮ শাওয়াল ১৪৪৬

জাতীয়

শরবত খাইয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
শরবত খাইয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ১

ঢাকা: রাজধানীর মিরপুরে চেতনানাশক ওষুধ শরবতে মিশিয়ে পান করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে মানিক নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ এপ্রিল) মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

পরে মিরপুর মডেল থানায় অটোরিকশার মালিক মো. আব্দুল্লাহ্ আল মামুন বাদী হয়ে মামলা করেন।

তিনি মামলার অভিযোগে জানান, সোমবার সকালে চালক সুজন অটোরিকশা নিয়ে ভাড়ার উদ্দেশে গ্যারেজ থেকে বের হন। ওইদিন সন্ধ্যায় তাকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সুজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন লোকজন। পরে অটোরিকশার মালিক মামুন ঘটনাটি মিরপুর মডেল থানায় জানালে পুলিশ অভিযান চালিয়ে অটোরিকশাসহ একজনকে গ্রেপ্তার করে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, এ ঘটনায় অটোরিকশাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।  

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ