ঢাকা: রাজধানীর ধানমন্ডির শংকর এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্তদের মহড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর শংকর আলী হোসেন বালক উচ্চ বিদ্যালয়ের সামনে দেশীয় অস্ত্র নিয়ে ১০-১২ জনের একদল দুর্বৃত্তরা মহড়া দেয় বলে জানা যায়।
স্থানীয়রা জানান, দুর্বৃত্তদের দলটি আশপাশের দোকানগুলোতে ভয়ভীতি প্রদর্শন করছিল। এসময় আতঙ্কে ব্যবসায়ীরা দ্রুত দোকান বন্ধ করে দেন। সাধারণ মানুষ নিরাপদ স্থানে চলে যান। প্রায় ৫-১০ মিনিট অবস্থান করার পর সশস্ত্র দলটি এলাকা ত্যাগ করে।
ঘটনায় আতঙ্কিত হয়ে স্থানীয়রা মসজিদে মাইকে সতর্কতা প্রচার করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, এলাকাবাসী নিরাপত্তার জন্য পুলিশের সহযোগিতা চাওয়া হয়। তবে অস্ত্রধারীরা কোথাও কোনো হামলা চালায়নি বা কাউকে আঘাত করেনি। তারা কিছুক্ষণ অবস্থান করে পরে রায়ের বাজারের দিকে চলে যায়।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মোহাম্মদপুরের দিক থেকে আসা ১০-১২ জন লোক আলী হোসেন স্কুলের সামনে উপস্থিত হলে স্থানীয়রা আতঙ্কিত হয়ে মাইকিং শুরু করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দলটি চলে যায়।
তিনি জানান, দুষ্কৃতিকারীদের পরিচয় জানা যায়নি। তবে তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল এবং তারা মোহাম্মদপুর থেকে এসে কিছুক্ষণ অবস্থান করে পরে হাজারীবাগের দিকে চলে যায়। এটি অস্ত্র প্রদর্শনের উদ্দেশে করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
এমএমআই/এসআরএস