মাগুরা: বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নিয়ে টালবাহানা মেনে নেওয়া হবে না। সংস্কারের নামে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়া যাবে না।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। তবে, ষড়যন্ত্র করে লাভ নেই। অবিলম্বে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে প্রকৃত বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখুন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) মাগুরার নোমানী ময়দানে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়।
আব্দুস সালাম আজাদ বলেন, তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। এমন একটি সরকার আমরা গঠন করতে চাই, যা হবে জাতীয় সরকার। এই সরকার ও রাষ্ট্র কীভাবে চলবে তারেক রহমান ৩১ দফায় তা স্পষ্ট করেছেন।
জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নেওয়াজ হালিমা আরলি, জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহেদ হাসান টসর এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
অ্যাডভোকেট আব্দুস সামাদ আজাদ আরও বলেন, বিএনপিসহ সমমনা প্রধান রাজনৈতিক দলগুলি স্বৈরাচার শেখ হাসিনা পতনের জন্য ১৭ বছর লাগাতার আন্দোলন চালিয়ে গেছে। সে আন্দোলনের ধারাবাহিকতায় আগস্টে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার পতন ঘটিয়েছে।
কিন্তু, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থেকে মানুষের নিরাপত্তা দিতে পারছে না। এজন্যেই আমরা দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠনের কথা বলছি। নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশের শান্তি শৃঙ্খলা পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫