বরগুনার পাথরঘাটা উপজেলায় বিষখালী নদী সংলগ্ন কালমেঘা ব্লক এলাকায় ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, সকালে ওই এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
এসআরএস