ঢাকা, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

পৃথক সড়ক দুর্ঘটনায় যশোরে যুবক নিহত, আহত এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, মার্চ ১, ২০২৫
পৃথক সড়ক দুর্ঘটনায় যশোরে যুবক নিহত, আহত এক

যশোর: যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (০১ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে যশোর-মাগুরা সড়কের পাঁচবাড়িয়ায় এবং রাত আটটার দিকে যশোর-নড়াইল সড়কের ধলগ্রামে দুর্ঘটনা দুটি সংঘটিত হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, রাজিউল আলম (৩০) নামে এক যুবক রাত সাড়ে নয়টার দিকে মাগুরার দিকে যাচ্ছিলেন। তিনি যশোর-মাগুরা সড়কের পাঁচবাড়িয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।  

নিহত রাজিউল যশোর শহরের বারান্দি মোল্লাপাড়ার মৃত বাদল বিশ্বাসের ছেলে। তিনি সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ছিলেন।

অন্যদিকে, মহরম নামে এক যুবক রাত আটটার দিকে মোটরসাইকেল চালানোর সময় ধলগ্রামে যশোর-নড়াইল সড়কে একটি কুকুরকে রক্ষা করতে যেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তিনি রাস্তায় পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহরম বাঘারপাড়া উপজেলার হাবুল্লা গ্রামের বশির মোল্লার ছেলে।  

বাংলাদেশ সময়: ২৩৩৮ ঘণ্টা, মার্চ ০১, ২০২৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।