ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

৩০ কোটি টাকার অবৈধ সম্পদ, স্ত্রী-মেয়েসহ সাবেক এমপি তানভীরের নামে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, মার্চ ২, ২০২৫
৩০ কোটি টাকার অবৈধ সম্পদ, স্ত্রী-মেয়েসহ সাবেক এমপি তানভীরের নামে মামলা তানভীর ইমাম ও তার স্ত্রী মাহিন ইমাম। ছবি : সংগৃহীত

ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম, তার স্ত্রী মাহিন ইমাম ও মেয়ে মানিজে ইসমত ইমামের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (০২ মার্চ) দুপুরের সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি বলেন, ৩০ কোটি ৬২ লাখ ৩ হাজার ৮৩৬ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে তানভীর ইমামের নামে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে একটি মামলা দায়ের করেছেন সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন।

তিনি আরও বলেন, তানভীর ইমামের স্ত্রী মাহিন ইমামের বিরুদ্ধে ৩ কোটি ৭ লাখ ৪৯ হাজার ৫৪৮ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে আরো একটি মামলা করা হয়েছে। এই মামলায় তানভীর ইমামকেও আসামি করা হয়। এছাড়া তানভীর ইমামের মেয়ে মানিজে ইসমত ইমামের বিরুদ্ধে ১ কোটি ৮৭ লাখ ১৫ হাজার ৭১৭ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে তৃতীয় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তানভীর ইমামকেও আসামি করা হয়।  

আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা করা হয়েছে বলে জানান দুদকের মহাপরিচালক।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ২, ২০২৫
এসএমএকে/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।