ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

দুর্ঘটনার পর উদ্ধার করতে গিয়ে জানা গেল বাসটি চুরির! 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
দুর্ঘটনার পর উদ্ধার করতে গিয়ে জানা গেল বাসটি চুরির!  উল্টে আছে বাস।

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বারে দুর্ঘটনায় উদ্ধার হলো চুরি হয়ে যাওয়া বাসটি। কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার ভিরাল্লা এলাকায় সোমবার (৩ মার্চ) এ দুর্ঘটনা ঘটে।


 
মিয়ামি এয়ারকন নামে (ঢাকা মেট্রো-ব- ১৫-৯৯-০৪) নম্বরের একটি বাস উদ্ধার করা হয়। এর আগে বাসটি সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকে ধাক্কা মেরে রাস্তার পাশে উল্টে যায়। এর পরপরইবাসচালক দ্রুত সটকে পাড়ে।

মিয়ামি এয়ারকন বাসের সুপারভাইজার হৃদয় বলেন, জাঙ্গালিয়া বাস টার্মিনালে রোববার (২ মার্চ) রাতে ওই বাসটি ছিল। সোমবার সকালে এসে দেখি বাস নেই। ভেবেছি হয়তো ড্রাইভার কোথাও পার্কিং করে রেখেছে। পরে জানতে পারি বাসটি দেবিদ্বারে সড়কে উল্টে আছে।  

মালিকপক্ষের মো. স্বপন বলেন, গাড়ির চালক জহির মিয়া বাসটিকে জাঙ্গালিয়া পার্কিং করে বাসায় চলে যায়। গাড়ির একজন হেলপার বাসটিকে চুরি করে নিয়ে যাওয়ার সময় উল্টে যায়। এর আগে কালিকাপুর স্ট্যান্ডে একটি অটোরিকশা ও ট্রাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আসে। তাড়াহুড়ো করে চুরির বাসটি নিয়ে যাওয়ার সময় একাধিক স্থানে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

এ ব্যাপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন,  আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। বাসটি হাইওয়ে পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। বাসটি চুরির সাথে সম্পৃক্তদের আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৫
এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।