রাজশাহী: রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। কম্পিউটার প্রশিক্ষণে যাওয়ার পথে মঙ্গলবার (৪ মার্চ) সকালে উপজেলার চক বেলনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রের নাম আবুল বাশার (১৮)। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার বাহাদুরপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে।
রাজশাহীর মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নওশাদ আলী জানান, আবুল বাশার স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। আজ সকালে মোটরসাইকেলে চালিয়ে তিনি কম্পিউটার প্রশিক্ষণ নিতে যাচ্ছিলেন। পথে উপজেলার চক বেলনা মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। তবে কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ হস্তান্তর করা হয়।
ঘটনার পর ভটভটিচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৫
এসএস/এএটি