যশোর: যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে এক হাজার সাতশ’ ৩০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। এসব ঘটনায় দুভাইসহ আটক হয়েছেন তিনজন।
আটকদের মধ্যে দুভাইয়ের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফে। সংস্থা প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (০৫ মার্চ) যশোর সদর উপজেলার মুড়লি খাঁপাড়া এবং শহরের মণিহার এলাকায় হামদান বাস কাউন্টারের সামনে এই অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে নেতৃত্ব দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের উপপরিচালক আসলাম হোসেন।
সদর উপজেলার রামনগর ইউনিয়নের মুড়লি খাঁপাড়া থেকে এক হাজার পিস ইয়াবাসহ আটক করা হয় রফিকুল ইসলাম ওরফে বিসমিল্লাহকে (৪৩)। রফিকুল ইসলাম গ্রামের মৃত আছমত আলীর ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
একই দিন মণিহার এলাকায় হামদান পরিবহন কাউন্টারের সামনে অভিযান চালিয়ে আটক করা হয় দুভাই মিজানুর রহমান (২৬) ও ফেরদৌস আহম্মদকে (২২)। তাদের কাছ থেকে উদ্ধার হয় সাতশ’ ৩০ পিস ইয়াবা। তারা কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইক্যং পশ্চিম সাতঘড়িয়াপাড়ার আবুল কালামের ছেলে।
এ ঘটনায়ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, ০৫ মার্চ ২০২৫
এসএইচ