ঢাকা, বৃহস্পতিবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

জাতীয়

নড়াইলে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫
নড়াইলে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

নড়াইল জেলার কালিয়া উপজেলার জয়পুরে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে বাবা ও ছেলেকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।



আহতরা হলেন- কলাবাড়ীয়া গ্রামের চরকান্দিপাড় এলাকার বাসিন্দা আবিদ শেখ (৬০) ও ছেলে শামীম শেখ (৩৫)।

স্থানীয়রা জানান, সকালে ইজিবাইকে করে অসুস্থ বাবা আবিদ শেখকে নিয়ে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন ছেলে শামীম শেখ। পথে তারা জয়পুর মোড়ে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মোশারেফ শেখের ছেলে সোহেল শেখসহ (মেম্বার) তিনটি মোটরসাইকেলে একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা ধারাল অস্ত্র দিয়ে শামীম ও তার বাবাকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়।

হামলাকারীদের অনেককে অন্য এলাকা থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে বলেও এলাকাবাসী জানিয়েছেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে এবং হাসপাতালে গিয়েও আহতদের খোঁজখবর নেওয়া হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা ২৫০ বেডে স্থানান্তর করা হয়েছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫
এসএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।