রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪৫ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে জামায়াতে ইসলাম।
শুক্রবার (০৭ মার্চ) বাঘাইছড়ি উপজেলা জামায়াতের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
বাঘাইছড়ি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সূরা সদস্য অ্যাডভোকেট মো. রহমত উল্লাহর সঞ্চালনায় আর্থিক সহায়তা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি ২৯৯ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ, খাগড়াছড়ি জেলা জামায়াতের সেক্রেটারি মো. মিনহাজুর রহমান এবং বাঘাইছড়ি উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক ডা. সর্দার আবদুর রহিম।
আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে আমির বলেন, জামায়াত সব সময় মানবতার কথা বলে। সম্প্রীতির কথা বলে, শান্তির কথা বলে, সহাবস্থানের কথা বলে।
আমির আরও বলেন, এ ধরনের বিপদে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জামায়াতের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে। পার্বত্য চট্টগ্রামে সকল জাতিসত্তার মাঝে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জামায়াত কাজ করছে বলে মন্তব্য করেন আমির।
জামায়াতের এমপি প্রার্থী বিশেষ অতিথির বক্তব্যে ক্ষতিগ্রস্তদের উদ্দেশে বলেন, আমরা আপনাদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি। আপনাদের কষ্টে আমরাও সমান অংশীদার। জামায়াতে ইসলাম যে কোনো সংকটে আপনাদের পাশে থাকবে।
এসময় জামায়াতের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৫
এসএএইচ