লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে এক কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আব্দুর রহমান ওরফে রিমনকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (৭ মার্চ) রাতে র্যাব-১১ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (৬ মার্চ) নোয়াখালী জেলার কবিরহাট থানাধীন সুন্দলপুর ইউনিয়নের পশ্চিম রাজুগাওস্থ হাশেম ভুঁইয়ার বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আসামি আব্দুর রহমান রিমন নোয়াখালীর চরজব্বর থানাধীন চরবাটা ইউনিয়নের দক্ষিণ চর মজিদ গ্রামের মো. হানিফের ছেলে।
গত ২৮ ফেব্রুয়ারি ভিকটিম কলেজছাত্রীর মা তাছলিমা আক্তার বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় আজমীর নামে অন্য একজনকেও আসামি করা হয়।
এজাহার সূত্র জানায়, গত ১৭ ফেব্রুয়ারি ওই কলেজছাত্রী বাসা থেকে বের হয়ে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের শাখারীপাড়া রোডস্থ নতুন ভবনের উদ্দেশ্যে যায়। কলেজের সামনে গেলে আসামি আজমীর ভিকটিমকে মামা বলে ডাক দিয়ে কাছে নেয়। অভিযুক্ত আসামিরা ভিকটিমকে একটি সেভেনআপ পান করায়। এরপর সে অচেতন হয়ে পড়লে তাকে এজাহারনামীয়সহ অজ্ঞাতনামা আসামিরা অজ্ঞাতস্থানে একটি বাসায় নিয়ে একাধিকবার ধর্ষণ করে। এসময় তার গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ও কানে থাকা ৪ আনা ওজনের কানের দুল নিয়ে অচেতন অবস্থায় রেখে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের জ্ঞান ফিরলে সে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন প্রাইম হাসপাতালের সাইনবোর্ড দেখতে পেয়ে তার অবস্থান চিহ্নিত করে বাড়িতে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় মামলা দায়েরের পর র্যাব-১১ নোয়াখালীর আভিযানিক দল এজাহারনামীয় পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চালায়। মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব। তাকে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ০৮৪১ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৫
আরএ