জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রসুলপুর সাঞ্জাপাড়া গ্রামের একটি খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৭ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- রসুলপুর সাঞ্জাপাড়া গ্রামের সোহাগের ছেলে ফারহান (৩) ও একই গ্রামের সরোয়ার হোসেনের ছেলে শাফায়েত (৩)।
সরেজমিনে গিয়ে জানা গেছে, শুক্রবার বিকেলে প্রতিবেশী দুই শিশু ফারহান ও শাফায়েত বাড়ির বাহিরে খেলতে যায়। দীর্ঘ সময় তারা বাড়িতে ফিরে না এলে পরিবারের সদস্যরা এদিক সেদিক খোঁজাখুঁজি করেন।
এক সময় বাড়ির পাশেই একটি খালের পানিতে একজনের মরদেহ ভেসে থাকতে দেখেন এলাকাবাসী। পরে দুজনকেই উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, দুই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, ০৮ মার্চ, ২০২৫
আরএ