ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

টেক্সটাইল মিলে তুলার স্ট্যাক ধসে স্টোর ইনচার্জ নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৯, মার্চ ৮, ২০২৫
টেক্সটাইল মিলে তুলার স্ট্যাক ধসে স্টোর ইনচার্জ নিহত 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে একটি টেক্সটাইল মিলে সুতার গাট্টির স্ট্যাক ধসে পড়ে আহমেদ নাজির (২৮) নামে এক স্টোর ইনচার্জ নিহত হয়েছেন।  

শুক্রবার (৭ মার্চ) বিকেলে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সিলন্দা এলাকায় লাভলু বাবুল কম্পোজিট টেক্সটাইল মিলে এ ঘটনা ঘটে।

 

নিহত আহমেদ নাজির সিরাজগঞ্জ পৌর এলাকার শাহেদনগর ব্যাপারি পাড়ার বাসিন্দা।  

স্থানীয়রা জানায়, লাভলু বাবলু কম্পোজিট মিলে তিন বছর ধরে স্টোর ইনচার্জের চাকরি করছিলেন আহমেদ নাজির। মিলের ভেতরে বিদেশ থেকে আনা তুলার গাট্টি (বেল্ট) ট্যাক দিয়ে রাখা ছিল। শুক্রবার বিকেলে স্টোর কিপার আহমেদ নাজির সেখানে দায়িত্বরত ছিলেন। এ অবস্থায় স্ট্যাক ধসে বেশ কয়েকটি বেল্ট (গাট্টি) তার গায়ের ওপর পড়ে যায়। এ সময় দায়িত্বরত শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এলাকাবাসীর দাবি মিল কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণেই মৃত্যুর ঘটনা ঘটেছে। তুলার গাট্টি ট্যাক দেওয়ার মধ্যে ত্রুট থাকার কারণেই সেটা ধসে পড়েছে বলে দাবি অনেকের।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা বলেন, সুতোর বেল্ট বাইরে স্ট্যাক দেওয়া ছিল। সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন আহমেদ নাজির। হঠাৎ করেই ৪/৫টা গাট্টি তার গায়ে পড়ে। এতেই তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরিবারের লোকজনের কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় আমরা মরদেহ হস্তান্তর করেছি।  

এ বিষয়ে লাভলু বাবুল কম্পোজিট টেক্সটাইল মিলের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বাবুলের সঙ্গে যোগাযোগের চেষ্ট করলে তিনি মোবাইল ফোনের কল রিসিভ করেন নাই।  

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।