ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

উপদেষ্টার প্রতিষ্ঠানে পেট্রলবোমা নিক্ষেপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৮, মার্চ ৮, ২০২৫
উপদেষ্টার প্রতিষ্ঠানে পেট্রলবোমা নিক্ষেপ

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে উপদেষ্টা ফরিদা আখতার এবং কবি ও চিন্তক ফরহাদ মজহারের প্রতিষ্ঠান প্রবর্তনায় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।  

শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, শুক্রবার রাত নয়টার দিকে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে প্রবর্তনায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও বলেন, পেট্রলবোমার বোতলে আগুন ধরিয়ে ছোড়া হয়। ঘটনাস্থল থেকে পেট্রলবোমার বোতল উদ্ধার করা হয়েছে।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৫
এমএমআই/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।