ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০০, মার্চ ৯, ২০২৫
বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

বগুড়া: বগুড়া সদর উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।  

রোববার (৯ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার চার মাথা কল্পনা ফিলিং স্টেশনের পাশে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- সদর উপজেলার কাটনারপাড়া এলাকার মো. সজল (৫০) ও তার স্ত্রী হোসনে আরা (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সজল ও তার স্ত্রী মোটরসাইকেলযোগে হাইওয়ের ওপর দিয়ে তিন মাথার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চার মাথা এলাকায় কল্পনা ফিলিং স্টেশনের পাশে পৌঁছালে একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজনেই রাস্তায় ছিটকে পড়েন। তখন পেছন থাকা দ্রুতগামী একটি বাস সজল ও তার স্ত্রীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সজলের মৃত্যু হয়। পরে তার স্ত্রীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

বগুড়া কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৫
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।