ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

স্টাইল ক্রাফট শ্রমিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০২, মে ১১, ২০২৫
স্টাইল ক্রাফট শ্রমিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

ঢাকা: স্টাইল ক্রাফট শ্রমিকদের ওপর মালিকের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দ্বারা শ্রমিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেছে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

রোববার (১১ মে) বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক কাজী মো. রুহুল আমিন এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে নেতারা বলেন, নারী শ্রমিকদের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। আহত শ্রমিকদের হাসপাতালে চিকিৎসা চলছে। তাৎক্ষণিক বিক্ষুব্ধ শ্রমিকরা মিছিল করে গাজীপুর মেট্রো পলিটন পুলিশ কমিশনারের অফিসে গেলে হামলাকারী চার সন্ত্রাসীকে ধরে আনেন। কিন্তু কিছুক্ষণ পরেই তাদের চারজনকে ছেড়ে দেওয়া হয়। যা নিন্দনীয় বলে উল্লেখ করে কঠোর সমালোচনা করেন নেতারা। শ্রমিকদের পাওনা ২০ কোটি টাকা আত্মসাৎ করার হীন উদ্দেশে নানামুখী ষড়যন্ত্র, চক্রান্ত এবং এ ধরনের হামলা চলছে।

বিবৃতিতে আরও বলা হয়, উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ৭ এপ্রিলের মধ্যে পাওনা পরিশোধ না করে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে মালিকরা। কিন্তু তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ায় মালিকরা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও শ্রমিকদের পাওনা পরিশোধ করার জোর দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।

আরকেআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।