ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

গুলশানে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪১, মার্চ ১০, ২০২৫
গুলশানে শিশু ধর্ষণের অভিযোগে মামলা,  গ্রেপ্তার ১

ঢাকা: রাজধানীর গুলশানে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত গাড়িচালক সজল হোসেন পলাশকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। রোববার বেলা ১১টার দিকে গুলশান বারিধারা ডিপ্লোমেটিক জোনে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আজ এ ঘটনায় একটি মামলা করার পর অভিযুক্ত সজলকে গ্রেপ্তার করা হয়। আর শিশুটিকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) নাঈম উদ্দিন সুজন। তিনি জানান, শিশুটি তার মায়ের সঙ্গে গুলশান বারিধারা ডিপ্লোমেটিক জোনের একটি বাসায় ভাড়া থাকে। স্থানীয় একটি মাদরাসায় পড়ে সে। তার বাবা মারা গেছেন। মা অন্যের বাসায় কাজ করেন। এর আগে তারা যে এলাকায় থাকতো, সেখানে তাদের পাশাপাশি বাসায় ভাড়া থাকতো সজল নামে ওই অভিযুক্ত ব্যক্তি। সেখান থেকে তাদের মধ্যে পরিচয়। সে পরিচয় সূত্রে এখনো মাঝেমধ্যে তাদের নতুন বাসায় আসা যাওয়া করতো সজল।

তিনি জানান, রোববার সকালে মেয়েটির মা কাজে ছিলেন। তখন বাসায় একাই ছিল শিশুটি। এ সময় সজল বাসায় আসে এবং শিশুটিকে ধর্ষণ করে চলে যায়। পরবর্তীতে শিশুটির মা বাসায় আসলে মাকে সবকিছু খুলে বলে শিশুটি। এরপর থানায় গিয়ে মামলা করেন তিনি। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত সজলকে গ্রেপ্তার করা হয়। আর শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।