ঢাকা: রাজধানীর বনানীতে গাড়িচাপায় এক নারী পোশাকশ্রমিকের মৃত্যুর ঘটনায় ঢাকা মেট্রো-ন-১৪-০৭৬২ নম্বরের সেই ট্রাকের রেজিস্ট্রেশন সাময়িক স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বিআরটিএ থেকে সোমবার (১০ মার্চ) কুষ্টিয়ার মিরপুরের ধোপাইলের মো. টিটন ইসলাম, মো. রশিদুল ইসলামকে এই নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
এতে বলা হয়, সোমবার সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপায় নিহত হন মিনারা আক্তার নামে এক পোশাক শ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন আরেক শ্রমিক সুমাইয়া আক্তার, যাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
'এ অবস্থায় সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ এর বিধি ৪৬ অনুযায়ী ঢাকা সেই ঘাতক ট্রাকের (মেট্রো-ন-১৪-০৭৬২ নম্বর) রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হলো। '
চিঠিতে মোটরযানটির রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট ও উক্ত মোটরযানের চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আগামী তিন কার্যদিবসের মধ্যে কার্যালয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ঢাকা মেট্রো-ন-১৪-০৭৬২ নম্বর মোটরযানের রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করাসহ আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
এমআইএইচ/এসআইএস