ঢাকা, মঙ্গলবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১১ মার্চ ২০২৫, ১০ রমজান ১৪৪৬

জাতীয়

হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ নিজ বাসায় খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ নিজ বাসায় খুন সাইফুর রহমান ভূঁইয়া

ঢাকা: রাজধানীর উত্তরখানে নিজের বাসায় খুন হয়েছেন হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়াকে (৫০)।

সোমবার (১০ মার্চ) সকালে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে মনে করা হচ্ছে।

বিকেলে নিকটস্থ লেকভিউ হাসপাতাল থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

রাতে উত্তরখান থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল হাসান বাংলানিউজকে বলেন, সংবাদের পরিপ্রেক্ষিতে বিকেলে উত্তরখান এলাকার লেক ভিউ হাসপাতাল থেকে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভাইস প্রিন্সিপালের মরদেহ উদ্ধার করা হয়। সাইফুরের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের চিহ্ন দেখা গেছে।

জাহিদুল হাসান জানান, প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে, গত ছয় মাস যাবত তিনি উত্তরখান মাজার রোডের পুরান পাড়া এলাকার একটি ফ্ল্যাটে একাই থাকতেন।  স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় লেক ভিউ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বাংলানিউজকে বলেন, সাইফুর রহমান ভূঁইয়া আগে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন। একটি কাগজ আমরা পেয়েছি যে তিনি বর্তমানে বরখাস্ত অবস্থায় আছেন। এছাড়া তার স্ত্রী-সন্তানদের সঙ্গেও তার তেমন যোগাযোগ নেই। মানে তার পরিবার বা স্ত্রী-সন্তানরাও তার সঙ্গে যোগাযোগ করেন না। তারা রাজধানীর শান্তিনগর এলাকায় থাকেন। সাইফুরের উত্তরখানের ওই বাসায় দুই-একদিন আগে অতিথি পরিচয়ে দুইজন গিয়েছিলেন। এদের মধ্যে একজন মেয়ে একজন ছেলে। ঘটনার পর থেকে তাদের আর পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের সঙ্গে তারাই জড়িত।

সাইফুরের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।