ঢাকা, মঙ্গলবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১১ মার্চ ২০২৫, ১০ রমজান ১৪৪৬

জাতীয়

নড়াইলে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
নড়াইলে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার দুই পুলিশের হাতে আটক অভিযুক্ত পান্নু মোল্যা

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযাগে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত পান্নু মোল্যা (৩৮) ও তার সহায়তাকারী নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ মার্চ সকাল ১০টার দিকে লাহুড়িয়া ইউনিয়নে পান্নু মোল্যা নামের এক ব্যক্তি প্রতিবেশী সাত বছর বয়সী শিশুকে কুল দেওয়ার কথা বলে নিজ ঘরে ডেকে নিয়ে যায়।

এসময় বাড়িতে কেউ না থাকায় ওই যুবক শিশুটিকে ধর্ষণ করতে উদ্যত হয়। শিশুটির চিৎকারে অন্যরা ছুটে গেলে পান্নু মোল্যা পালিয়ে যায়।

এ ঘটনা স্থানীয়ভাবে মিমাংসা করার চেষ্টা করেন এলাকার মাতব্বররা। চারদিন ধরে মিমাংসায় ব্যর্থ হলে সোমবার (১০ মার্চ) বিকালে শিশুটির মা বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বাংলানিউজকে বলেন, শিশুটিকে ধর্ষণ চেষ্টার ঘটনাটি স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চষ্টা করা হয়েছে। তবে তা ব্যর্থ হওয়ায় পরিবারের লোকেরা থানায় অভিযাগ দিয়েছেন। অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় পুলিশ মামলা আমলে নিয়ে দ্রুততম সময়ে মূল আসামি পান্নু মোল্যা ও তার সহযোগী ভাবি নাসরিনকে গ্রেপ্তার করেছে।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, ১০ মার্চ ২০২৫
এসএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।