ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে জোড়া খুনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৪, মার্চ ১১, ২০২৫
রূপগঞ্জে জোড়া খুনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার র‌্যাবের কবজায় আসামি জুনায়েদ হোসেন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুনের ঘটনার প্রধান আসামি জুনায়েদ হোসেনকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
মঙ্গলবার (১১ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর সিনিয়র এএসপি মো. গোলাম মোর্শেদ।

গ্রেপ্তার জুনায়েদ তারাব উত্তর পাড়ার রাজু মোল্লার ছেলে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি তারাব পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পুরান বাজার এলাকায় শিমুল গ্রুপ ও শ্রাবণ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। উভয় গ্রুপের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়েন। এই সংঘর্ষের সময় শিমুল গ্রুপের লোকজন তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে প্রতিপক্ষের হৃদয় ও রাশেদুলকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাতে আহত করেন। পরে তাদের মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

৫ ফেব্রুয়ারি দুই কিশোর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।  

নিহত কিশোর রাশেদুল ইসলাম (১৮) তারাব দক্ষিণ এলাকার আমির হোসেনের ছেলে এবং হৃদয় (২০) রাজু মিয়ার ছেলে। এরই পরিপ্রেক্ষিতে নিহত হৃদয়ের চাচা মো. তৌহিদুল ইসলাম বাদী হয়ে রুপগঞ্জ থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ১১ মার্চ ফরিদপুর জেলার নগরকান্দা থানার রসুলপুর এলাকায় থেকে আসামিকে গ্রেপ্তার করে র‍্যাব।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।