সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ফেরার সময় শেখ এজাজ (৩৬) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
রোববার (১৬ মার্চ) বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের বলদঘাটা এলাকার সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক শেখ এজাজ (৩৬) ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের ধানী নিমরা এলাকার শেখ খলিলের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনার মহেশ্বরপাশা এলাকার নূর মোহম্মদের মেয়ে মায়া বেগম (৩৫) ভারতে থাকা অবস্থায় শেখ এজাজকে বিয়ে করেন। পরে তারা বাংলাদেশে আসেন। গত চার বছর ধরে খুলনার দৌলতপুরে বসবাস করে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন এজাজ।
শনিবার বিকেলে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সীমান্ত পিলার ৭/২৮ এস থেকে ৩০০ গজ বাংলাদেশের ভেতরে বলদঘাটা নামক স্থান থেকে আটক হন তিনি। এ ঘটনায় মামলা দিয়ে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
এসআই