ঢাকা, সোমবার, ২ চৈত্র ১৪৩১, ১৭ মার্চ ২০২৫, ১৬ রমজান ১৪৪৬

জাতীয়

স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ নিয়ে যা জানালেন প্রেস সচিব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ নিয়ে যা জানালেন প্রেস সচিব

ঢাকা: এ বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রোববার (১৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ছাড়া প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও বিষয়টি নিশ্চিত করেছেন।

শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে জানান, ঢাকা নয় তবে দেশের ৬৩ জেলায় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জাতীয় স্টেডিয়াম ঢাকার সংস্কারকাজ চলমান থাকায় গত কয়েক বছরের মতো এ বছরও ঢাকায় কুচকাওয়াজ আয়োজন সম্ভব হচ্ছে না। তবে দেশের বাকি ৬৩ জেলায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে কুচকাওয়াজ আয়োজন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

ইতোমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সব জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।