ঢাকা, সোমবার, ৩ চৈত্র ১৪৩১, ১৭ মার্চ ২০২৫, ১৬ রমজান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রাকচাপায় দুই বন্ধু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
বগুড়ায় ট্রাকচাপায় দুই বন্ধু নিহত

বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাদের আরেক বন্ধু।

সোমবার (১৭ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল পূর্বপাড়া গ্রামের সোলায়মানের ছেলে হৃদয় সরকার (২১) ও আব্দুল হাইয়ের ছেলে শুভ শেখ (২১) ৷ এ ঘটনায় আহত আরেক বন্ধু হলেন মোটরসাইকেল চালক একই এলাকার শাহিনের ছেলে সাগর (২১)।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুর ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নতুন ভোটার হিসেবে তিন বন্ধু ছবি তুলতে যান। ছবি তোলা শেষে বাড়িতে ফেরার পথে এসআর কেমিক্যালের সামনে কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে পেছন দিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হন। এসময় ঘটনাস্থলেই শুভ প্রাণ হারান।  

আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে হৃদয় মারা যান। পরে উন্নত চিকিৎসার জন্য আহত সাগরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়।

বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নূর হোসেন জানান, দুর্ঘটনার পর নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।