ঢাকা, শুক্রবার, ৭ চৈত্র ১৪৩১, ২১ মার্চ ২০২৫, ২০ রমজান ১৪৪৬

জাতীয়

জুলাই শহীদের পরিবারে তারেক রহমানের উপহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
জুলাই শহীদের পরিবারে তারেক রহমানের উপহার জুলাই শহীদের পরিবারে তারেক রহমানের উপহার

ব্রাহ্মণবাড়িয়া: জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে নিহত ব্রাহ্মণবাড়িয়ার শহীদ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফাউন্ডেশন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে এসব উপহার তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার (মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামে শহীদ জসিম উদ্দিনের স্ত্রী শাহানা বেগমের হাতে উপহার সামগ্রী তুলে দেন ফাউন্ডেশনের সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা প্রকৌশলী মো. নাজমুল হুদা খন্দকার।

জসিম উদ্দিন গত বছরের ২ আগস্ট রাজধানীর বনশ্রী এলাকায় বিক্ষোভ চলাকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের গুলিতে নিহত হন। তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে তার চাচা কালা মিয়া শনাক্ত করেন। সেদিন রাতেই ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

উপহার সামগ্রী বিতরণের সময় প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার বলেন, ‘দেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, তাদের কাছে জাতি চির কৃতজ্ঞ। এই পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে আমরা গর্বিত। দেশকে স্বৈরাচার মুক্ত করতে শহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে।

উপহার পেয়ে শহীদ জসিম উদ্দিনের স্ত্রী শাহানা বেগম বলেন, ‘আমার স্বামী ঢাকায় ঝালমুড়ি বিক্রি করে সংসার চালাতেন। তার মৃত্যুর পর আমাদের পরিবারের উপার্জনক্ষম কেউ নেই। পাঁচ সন্তান নিয়ে কষ্টে দিন কাটাচ্ছি। সরকারের কাছে আমি স্থায়ী সহযোগিতার আবেদন জানাই। ’ 

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে গঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমে দেশের বিভিন্ন শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রম চলছে। তার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় সাতটি শহীদ পরিবারের মধ্যে এসব উপহার পৌঁছে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।