ঢাকা, শনিবার, ৮ চৈত্র ১৪৩১, ২২ মার্চ ২০২৫, ২১ রমজান ১৪৪৬

জাতীয়

ভিজিএফের চাল নিতে গিয়ে ভিড়ে অসুস্থ হয়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
ভিজিএফের চাল নিতে গিয়ে ভিড়ে অসুস্থ হয়ে নারীর মৃত্যু প্রতীকী ছবি

পঞ্চগড়: পঞ্চগড়ে ঈদ উপলক্ষে দেওয়া সরকারের দেওয়া দুঃস্থদের খাদ্য সহায়তার (ভিজিএফ) চাল সংগ্রহ করতে গিয়ে শহিমা বেগম (৫০) নামে এক নারী মারা গেছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে পঞ্চগড় পৌরসভায় এ ঘটনা ঘটে।

প্রচণ্ড রোদ আর ভিড়ে হিটস্ট্রোকে ওই নারীর মৃত্যু হয়েছে বলে দাবি ওই পরিবারের সদস্যদের।

বৃহস্পতিবার বাদ এশা মৃতের জানাজা শেষে মোনালি কবরস্থাতে দাফন করা হয়েছে।

জানা গেছে, শহিমা বেগম পঞ্চগড় পৌরসভার মোলানি এলাকার শফিয়ার রহমানের স্ত্রী। তার চার মেয়ের মধ্যে একজন মারা গেছেন। বাকি ৩ জনকে বিয়ে দিয়েছেন। স্বামী শফিয়ার রহমানও অসুস্থ, তেমন কাজকর্ম করতে পারেন না। নিজেই মানুষের কাজ করে কোনোমতে সংসার চালাতেন শহিমা।

শহিমা বেগমের জামাতা শাহিন ইসলাম গণমাধ্যমকর্মীদের বলেন, আমার শাশুড়ি রোজা রেখে ভিজিএফের ১০ কেজি চাল তুলতে যান। পৌরসভায় ছিল প্রচণ্ড ভিড়। সেই সঙ্গে ঠেলাঠেলি আর প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি। কোনোমতে চাল তুলতে পারলেও মাথা ঘুরে পড়ে যান এবং বমি করেন। পরে তাকে আমার ছেলে এক প্রতিবেশীর বাসায় নিয়ে গিয়ে মাথায় পানি ঢালে। কিন্তু অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তাকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। আসলে পৌরসভা বিশৃঙ্খলভাবে চাল বিতরণের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রহিমুল ইসলাম বলেন, ওই নারীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি বলে জানান তিনি।

পঞ্চগড় পৌর নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমান গণমাধ্যমকর্মীদের বলেন, বৃহস্পতিবার ভিজিএফের চাল বিতরণের সময় অনেক ভিড় ছিল। তবে চাল নিতে এসে মারা যাওয়ার ঘটনা আমার জানা নেই।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
এসএএইচ    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।