ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

ক্যান্সারে আক্রান্ত ‘জুলাই যোদ্ধা’ বাবলুর পাশে বিএনপি

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৮, মে ৬, ২০২৫
ক্যান্সারে আক্রান্ত ‘জুলাই যোদ্ধা’ বাবলুর পাশে বিএনপি হাসপাতালে চিকিৎসাধীন ‘জুলাই যোদ্ধা’ মো. বাবলু মিয়া

খাদ্যনালির ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ সম্মুখযোদ্ধা মো. বাবলু মিয়া। গাজীপুর টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের দপ্তর সম্পাদক তিনি।

 

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) প্রেসিডেন্ট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন।

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডা. এম. আর. হাসান, পাবনা মেডিকেল কলেজের ছাত্রনেতা ডা. মো. আব্দুল কাইয়ুম স্বপন এবং টঙ্গী সরকারি কলেজ ছাত্রদল নেতা আলাউদ্দিন সুমন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনারের তত্ত্বাবধানে ও ডিরেক্টর প্রোগ্রাম ডা. শাহ মো. আমানুল্লাহর সহযোগিতায় মো. বাবলু মিয়ার চিকিৎসা চলছে।  

এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।