সিরাজগঞ্জের রায়গঞ্জে চাচা ও ভাতিজা হত্যা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর সদস্যরা। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আসামিদের জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শুক্রবার (২১ মার্চ) উপজেলার বৈকুন্ঠপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- বৈকুন্ঠপুর গ্রামের মো. সুরুজ্জামান শেখের ছেলে মো. রবিউল ইসলাম (২৫), আব্দুল মালেক সরকারের ছেলে মো. আবু হানিফ (২৪) ও আব্দুর রাজ্জাক শেখের ছেলে মো. ফেরদৌস শেখ (১৮)।
শনিবার (২২ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, আধুনিক তথ্যপ্রযুক্তির ভিত্তিতে শুক্রবার (২১ মার্চ) রায়গঞ্জের বৈকুন্ঠপুর এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে। আসামিদের রিমান্ডে এনে অধিকতর জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা সম্ভব হবে। শনিবার (২২ মার্চ) সকালে আসামিদের রায়গঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৬ মার্চ রাত ১০টার দিকে নিখোঁজ হন বৈকন্ঠপুর গ্রামের বদিউজ্জামান শেখের ছেলে মো. রিয়াজ উদ্দিন শেখ (২১), ও তার বড় ভাই তোতা শেখের ছেলে মো. হৃদয় শেখ (১৮)। চারদিন পর বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে বৈকুন্ঠপুর ভেড়াদহ বেইলি ব্রিজের নিচের খালে কচুরিপানার মধ্যে থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের দুদিন পর সন্দেহভাজন তিন আসামিকে গ্রেপ্তার করে র্যাব।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তার তিন আসামি জেলা ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হক রতন জানান, আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। আদালতে তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
এসআরএস