ঢাকা: সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের নিউইয়র্কে ৬৩ কোটি টাকা মূল্যের ১৪টি অ্যাপার্টমেন্টসহ মোট ৬৭ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসামি তমাল মনসুর বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ৬৭ কোটি ৬৩ লাখ ৩৭ হাজার ২৭০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ এবং তার নামে ব্যক্তিগত ও ব্যবসায়িক ৩টি একাউন্টের মাধ্যমে টাকা জমা ও উত্তোলনসহ মোট ৩ কোটি ৭ লাখ ৩১ হাজার ৫৩৩ টাকার সন্দেহজনক লেনদেনসহ বিদেশে অর্থ পাচার করায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) এবং ৪(৩) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
এসএমএকে/এমজেএফ