কুষ্টিয়া: ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় কুষ্টিয়ার ত্রিমোহনী বাইপাসে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন বাবা।
শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কুষ্টিয়ার শহরের গোশালা এলাকার আব্দুল কাদেরের স্ত্রী ইতি খাতুন (৩০) এবং তাদের মেয়ে অহনা সিদ্দিকী (০৩)।
কুষ্টিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জয়দেব জানান, আব্দুল কাদের বগুড়ার একটি ফিড মিলে চাকরি করেন। ঈদের ছুটিতে বগুড়া থেকে মোটরসাইকেলে স্ত্রী-মেয়েকে নিয়ে কুষ্টিয়া ফিরছিলেন তিনি। সকালে বাইপাস মুখে গোল চত্বরে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। এসময় আহত হন আব্দুল কাদের। এ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
এসআই