ঢাকা, মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০১ শাওয়াল ১৪৪৬

জাতীয়

বাসচাপায় বাইক আরোহী তিন ভাই নিহত 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
বাসচাপায় বাইক আরোহী তিন ভাই নিহত 

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় বাসের চাপায় বাইক আরোহী তিন ভাই নিহত হয়েছেন।  

শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

একইসঙ্গে তিন ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন- পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের মো. নাসির খানের ছেলে মো. নাঈমুজ্জামান শুভ (২২), মো. শান্ত (১৪) মো. নাদিম ( ৮)।  

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

পাথরঘাটা থানা ওসি (তদন্ত) মো. ইয়াকুব‌ হোসেন বলেন, মঠবাড়িয়া উপজেলায় মামা বাড়িতে ঈদের দাওয়াত দিয়ে পাথরঘাটা উপজেলার কেরামতপুর এলাকায় চাচার বাড়িতে যাচ্ছিল তিন ভাই। পথে পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কে সোনারবাংলা এলাকায় পাথরঘাটা থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন ভাই নিহত হয়।

তিনি আরও বলেন, সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।