ঢাকা, রবিবার, ২৩ চৈত্র ১৪৩১, ০৬ এপ্রিল ২০২৫, ০৭ শাওয়াল ১৪৪৬

জাতীয়

অফিসে মেয়ের বিয়ের আয়োজন করে বিপাকে কর্মচারী

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৫
অফিসে মেয়ের বিয়ের আয়োজন করে বিপাকে কর্মচারী

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলায় খরচ বাঁচাতে মেয়ের বিয়েতে সরকারি অফিস কক্ষ ব্যবহারের পর অফিস সহায়ক বিপাকে পড়েছেন। সরকারি ভবন আলোকসজ্জা করে বিয়ের আয়োজন করায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে।

 

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে ঈশ্বরদী শহরের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে অফিস সহায়ক জিল্লুর রহমানের মেয়ের বিয়ের আয়োজন করা হয়। এরা আগের দিন সেখানে তার মেয়ের গায়ে হলুদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এরপর বিয়ের অনুষ্ঠানের কিছু ছবি ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. আকলিমা খাতুনের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সমালোচনার ঝড় ওঠে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটিতে বন্ধ ছিল সরকারি অফিস। এ সুযোগ কাজে লাগান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী জিল্লুর রহমান। কমিউনিটি সেন্টারে আয়োজনের সামর্থ্য না থাকায় মেয়ের বিয়ের, আলোকসজ্জা ও  অনুষ্ঠানের আয়োজন করেন ঈশ্বরদী প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে। নিয়ম না মেনে সরকারি অফিসের কক্ষের তালা খুলে সেখানে বরপক্ষের লোকজনদেরকে বসতে দেওয়া হয়। করা হয় আপ্যায়ন।  

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালের জিল্লুর রহমান জানান, আমি সামান্য কর্মচারী। সামান্য বেতন পাই। কমিউনিটি সেন্টারে বিয়ে আয়োজন করার সামর্থ্য নাই আমার। তাই প্রাণিসম্পদ কর্মকর্তার অনুমতি নিয়েই এখানে অনুষ্ঠান করেছিলাম।  

ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. আকলিমা খাতুন বাংলানিউজকে জানান, তিনি অফিসের একজন কর্মচারী বলে তাকে বাইরের একটি অংশ ব্যবহারের অনুমতি দিয়েছিলাম। তবে ভেতরের কোনো কক্ষ ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি।  

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একে এস মোশাররফ হোসেন বাংলানিউজকে জানান, সরকারি অফিস ব্যক্তিগতভাবে ব্যবহারের কোনো সুযোগ নেই। এটি রাষ্ট্রীয় সম্পত্তি; শুধুমাত্র জনস্বার্থে এটি ব্যবহার করতে হবে। এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে দেখি কী ব্যবস্থা নেওয়া যায়।  

প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) ডা. মো. তারেক হোসেন বলেন, সরকারি অফিসে বিয়ের অনুষ্ঠান করার কোনো সুযোগ নেই। আমি এ বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জানার চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।