ঢাকা, রবিবার, ২৩ চৈত্র ১৪৩১, ০৬ এপ্রিল ২০২৫, ০৭ শাওয়াল ১৪৪৬

জাতীয়

মথুরাপাড়া হাইস্কুলের অস্বচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৫
মথুরাপাড়া হাইস্কুলের অস্বচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের সহায়তা

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া বছিরকাজী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কল্যাণ তহবিল থেকে গরিব, অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

গত বুধবার (২ এপ্রিল) মথুরাপাড়া বছিরকাজী হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ মো. মোজাফ্ফর রহমান। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের অন্যতম সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী এরফানুর রহমান রেন্টু।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক কাজী তোফায়েল আহমেদ এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম, সহ-সম্পাদক শিক্ষাবিদ মো. বেলাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১৯৭৯ ব্যাচের মেধাবী ছাত্র ও জিসকা ফার্মাসিটিকেলসের সিনিয়র ম্যানেজার (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) আবেদ মওলা বাহলুল টিপু, একই ব্যাচের ছাত্র ও যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রিসার্চ সায়েন্টিস্ট ডা. মো. মোফাজ্জল হোসেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এবং রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের পরিচালক মো. নজরুল ইসলাম ডিজু এবং শিল্পপতি বদিউজ্জামান।

এ ছাড়াও এই কল্যাণমূলক কার্যক্রমের আওতায় দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং সুধীজনের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত আয়োজনে পরিণত হয়।

সংশ্লিষ্টরা জানান, এই মহতী উদ্যোগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ ও সামাজিক অঙ্গীকারের এক উজ্জ্বল নিদর্শন। এটি শুধু শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মানবিক হাত নয়, অনুরূপ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বরং ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করবে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৫
এমজেএফ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।