ঢাকা, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৮ শাওয়াল ১৪৪৬

জাতীয়

বরগুনায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
বরগুনায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু

বরগুনা: বরগুনার তালতলী উপজেলায় ধান ক্ষেতে ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাদের মুন্সী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

শনিবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্র জানায়, গ্রামের দুই কৃষক সিদ্দিক ও নাসির মিয়া নিজেদের বোরো ক্ষেতে ইঁদুর তাড়াতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। পাশেই ধান চাষ করতেন কাদের মুন্সী। বিকেল ৪টার দিকে তিনি নিজের ক্ষেত দেখতে গিয়েছিলেন। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত ৮টার দিকে পাশের খেতে বৈদ্যুতিক ফাঁদের কাছে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

নিহতের ছেলে তরিকুল ইসলাম জানান, বিকেলে বাবা মাঠে গিয়েছিলেন। সন্ধ্যায় না ফেরায় আমরা খোঁজ করতে বের হই। পরে পাশের খেতে বৈদ্যুতিক তারে জড়ানো অবস্থায় বাবার মরদেহ দেখতে পাই।   

দুর্ঘটনার পর ফাঁদ পাতা কৃষক সিদ্দিক ও নাসির মিয়া এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন।  

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।