ঢাকা, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৯ শাওয়াল ১৪৪৬

জাতীয়

গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ বিক্ষোভ মিছিল

রাঙামাটি: গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (৭ এপ্রিল) দুপুরে জেলা শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় মুসলিম ছাত্র-জনতার আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েল সাধারণ ফিলিস্তিন নাগরিকদের যেভাবে হত্যা করছে তা মানবতাবিরোধী। ফিলিস্তিন জনগণকে তাদের এলাকা থেকে তাড়ানো হচ্ছে। ইসরাইল এ অঞ্চলে বহিরাগত এবং যাযাবর গোষ্ঠী। বক্তারা অভিলম্বে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন এবং হামলা বন্ধে জাতিসংঘের সহযোগিতা কামনা করেছেন।

এর আগে জেলা শহরের বনরূপা, তবলছড়ি, রিজার্ভ বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকার মুসলমানরা জোহরের নামাজ শেষ করে বিক্ষোভ মিছিল নিয়ে পুরাতন বাস স্টেশন এলাকায় এসে জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশে যোগ দেয়।

এদিকে জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এবং বিভিন্ন রাজনৈতিক দল সমূহ ফিলিস্তিনে হামলা বন্ধে স্ব-স্ব প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ করে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।