ঢাকা, মঙ্গলবার, ২ বৈশাখ ১৪৩২, ১৫ এপ্রিল ২০২৫, ১৬ শাওয়াল ১৪৪৬

জাতীয়

শোভাযাত্রার মোটিফে আগুনের ঘটনা উদঘাটনের দ্বারপ্রান্তে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
শোভাযাত্রার মোটিফে আগুনের ঘটনা উদঘাটনের দ্বারপ্রান্তে পুলিশ

ঢাকা: বর্ষবরণের শোভাযাত্রায় প্রদর্শনের জন্য তৈরি করা ফ্যাসিবাদের মুখাকৃতিসহ দুটি মোটিফে আগুনের ঘটনা উদঘাটনের দ্বারপ্রান্তে পুলিশ। পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রার আগেই এই মামলা উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

শনিবার (১২ এপ্রিল) ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রার জন্য বানানো দুটি মোটিফ আগুন পুড়ে যায়। আগুনে পুড়ে যাওয়া মোটিফ দুটির একটি আলোচিত ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’র ও অন্যটি শান্তির পায়রার। ভোর ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৫টা ২২ মিনিটে আগুন নির্বাপন করে।

এ ঘটনায় ওইদিন দুপুরেই রাজধানীর শাহবাগ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া ঘটনা অনুসন্ধানে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেখে এ ঘটনায় জড়িত একজনকে শনাক্তও করা হয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালো টি-শার্ট, ব্রাউন প্যান্ট, কালো স্যান্ডেল পরা ও পেছনে চুলে ঝুঁটি করা এক তরুণ চারুকলার মাঝখানের গেট (৩ নম্বর গেট) টপকে ভেতরে প্রবেশ করেন। কোথা থেকে তিনি এসেছেন, তা ফুটেজ দেখে বোঝা যায়নি। ভেতরে প্রবেশের পর প্রথমে তিনি ফ্যাসিবাদের মুখাকৃতির মোটিফে কিছু একটা দিয়ে পর্দার আড়ালে চলে যান। এরপর আবার সেই মোটিফের কাছে গিয়ে আগুন ধরিয়ে দিয়ে যে গেট দিয়ে প্রবেশ করেছেন, সেই গেট দিয়েই বেরিয়ে ছবির হাটের দিকে চলে যান।

পুলিশ এই ঘটনা উদঘাটনের দ্বারপ্রান্তে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। রোববার (১৩ এপ্রিল) রমনা পার্কে বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, আপনারা জানেন, গত পরশু রাতে একটি অদ্ভুত সময়ে শোভাযাত্রায় ব্যবহারের জন্য তৈরি করা একটি মোটিফে একদল দুষ্কৃতকারী আগুন দিয়েছে। এই বিষয়ে একটি মামলা শাহবাগ থানায় করা হয়েছে এবং আমরা অত্যন্ত আন্তরিকতা সাথে মামলাটি উদঘাটনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তদন্তকালীন সময়ে আমরা মামলা নিয়ে কোনো কথা বলি না। শুধু এটুকু বলছি, আমরা অত্যান্ত ক্লোজ। খুব নিকটে পৌঁছে গেছি মামলাটি উদঘাটনের ক্ষেত্রে। আমরা আশা করছি, শোভাযাত্রা শুরুর আগে ৯টার আগেই আমরা মামলাটি উদঘাটনের জায়গায় চলে যাব। সম্ভব হলে এর ভেতরেই দুর্বৃত্তদের গ্রেপ্তার করতেও সক্ষম হব।

একই দিন সকালে রমনা পার্কে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান। তখন সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, যে ঘটনাটি ঘটেছে তার তদন্ত হবে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা এও খতিয়ে দেখছি যে, এখানে আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের কোনো ঘাটতি ছিল কিনা, সেটা অনুসন্ধান করে দেখা হচ্ছে। যদি সেরকম কিছু পাওয়া যায় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
এসসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।