ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

জাতীয়

জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে: যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে: যুক্তরাষ্ট্র

ঢাকা: জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক বলেন, বাংলাদেশে পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। প্রচুর প্রতিবেদন আসছে— দুই সপ্তাহ আগে দ্য নিউইয়র্ক টাইমসেও একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে ইউনূস-সমর্থিত (প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস) সরকারের শাসনামলে বাংলাদেশে ইসলামি সন্ত্রাসবাদ বা চরমপন্থার উত্থান ঘটছে। প্রতিবাদকারীরা প্রকাশ্যে ওসামা বিন লাদেনের ছবি প্রদর্শন করছেন, এমনকি নাৎসি প্রতীকের মতো চিত্রও দেখা গেছে, যেমন এই ছবিটি ঢাকার।

ট্যামি ব্রুস বলেন, হ্যাঁ।  

বাংলাদেশ নিয়ে আরেক প্রশ্নে সাংবাদিক বলেন, তারা কেএফসি, কোকা-কোলার মতো আমেরিকান ব্র্যান্ডগুলোকে টার্গেট করছে এবং সেখানে ইহুদিবিদ্বেষী বক্তব্য ছড়ানো হচ্ছে— যার পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মতো ব্যক্তিদের উসকানির অভিযোগও রয়েছে।

জবাবে ব্রুস বলেন, আমি আপনার কথা শুনলাম। আপনার আগ্রহ ও উদ্বেগের প্রশংসা করছি। বাংলাদেশ এমন একটি দেশ, যে দেশের নানা চ্যালেঞ্জ রয়েছে। আমরা এই দেশ নিয়ে আগেও বহুবার কথা বলেছি, বিশেষ করে এখানকার সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে। তবে এই নির্দিষ্ট প্রসঙ্গটি আমরা আলাদাভাবে বিবেচনা করব।

তিনি বলেন, বাংলাদেশ নিয়ে আমি একটি বিষয় উল্লেখ করতে চাই—সেটি হলো, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বাংলাদেশের আদালত। এটি বাংলাদেশের বিচারব্যবস্থার আওতাধীন একটি বিষয়। আপনি যেসব ঘটনা তুলে ধরেছেন— যেমন বিক্ষোভ-প্রতিবাদ ইত্যাদি—সবই বাংলাদেশের কর্তৃপক্ষের দেখভালের বিষয়, এবং তাদের সঙ্গে আলাপ-আলোচনা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, শেষ পর্যন্ত বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে বাংলাদেশের জনগণের মাধ্যমে। তারা এমন বাস্তবতার মুখোমুখি, যেটির কথা আপনি বলছেন—এবং আমরা নিজেরাও সেসব দেখেছি। আর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথার কথা হিসেবে বলছি না— গণতন্ত্র সত্যিই গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের গুরুত্ব আছে এবং মানুষের কর্মকাণ্ডও গুরুত্বপূর্ণ— কারণ এসব দিয়েই তারা এমন সমস্যাগুলোর মোকাবিলা করতে পারে, যা গত ২০–২৫ বছরে আমরা দেখেছি, যেগুলো অনেক সময় মানুষের জীবন বিপর্যস্ত করেছে। এখন অনেক দেশের জন্যই সামনে কোন পথ বেছে নেওয়া উচিত—তা স্পষ্ট হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ